1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের তয়বর্ষপূর্তি উৎসব পালিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩০ অপরাহ্ন

জগন্নাথপুরে রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের তয়বর্ষপূর্তি উৎসব পালিত

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬
  • ২৭৭ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে রামকৃষ্ণকথামৃত পাঠচক্রের আয়োজনে ৩য়বর্ষ পূর্তি উৎসব ভক্ত সন্মেলন,শিক্ষাবৃত্তি প্রদান,চিত্রাঙ্কন প্রতিযোগীতা,কুইজ প্রতিযোগীতা,বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিপুল ভক্ত সমাগমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জগন্নাথপুর পৌর শহরের শ্রীশ্রী বাসুদেব শ্রীমন্দির প্রাঙ্গনে শ্রীশ্রী ঠাকুরের বিশেষ পূজা,শ্রীশ্রী রামকৃষ্ণ পুঁথিপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়াও চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। দুুপুর ২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচ্য বিষয় ছিল শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী। রামকৃষ্ণ কথামৃত পাঠচক্রের উপদেষ্ঠা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বীরেন্দ্র কুমার দে এর সভাপতিত্বে ও সতীশ গোস্বামী ও ধীরেন্দ্র সূত্রধরের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, , রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সভাপতি বিজিত কুমার দে,আলোচকবৃন্দ ছিলেন ডাঃ দিব্য রঞ্জন দে, বিজয় কৃষ্ণ ক্ষত্রিয়,বিজন কুমার দে, শশীকান্ত গোপ প্রমুখ স্বাগত বক্তব্য দেন অব.শিক্ষক প্রফুল্ল কুমার দাস। সৎগ্রস্থ থেকে স্বামীজীর বাণী পাঠ করেন সাথী রানী তালুকদার,শ্রীমায়ের বাণী রুবি রানী দেব। শ্রী রামকৃষ্ণদেবের উপদেশ পাঠ করেন পিষুষ রায়,পরমার্থ প্রসঙ্গ পাঠ করেন কাবেরী রায় বৈদিকমন্ত্র পাঠ করেন কমল কান্তি রায়,তাপস রায়,মনোজ কান্তি সরকার,অর্ক চৌধুরী,দেবাশীষ চৌধুরী,দীপন তালুকদার। ধন্যবাদ বক্তব্য দেন সুদীপ ভট্রাচার্য্য। পরে এক বিশেষ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুবিনয় রায়,নীলেন্দু ভট্রাচার্য্য,প্রদীপ দে, দেবেল চন্দ্র দাস,অসিত কৃষ্ণ চক্রবর্তী,পঙ্গজ কান্তি দেব, বিজয় দে, অনিকা সূত্রধর,সুস্মিতা বৈদ্য, মৌসুমী রায় প্রমুখ। এছাড়া বিকেলে পরিবেশিত হয় গীতিআলেখ্য গুরুগৃহ সিলেটের পরিবেশনা পরিচালনায় ছিলেন শ্রমতি দীপিকা চক্রবর্তী,শ্রীমতি মৌসুমি পুরকায়স্থ। চলে মহাপ্রসাদ বিতরণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com