1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ২৬টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব- চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ২৬টি মন্ডপে এবার শারদীয় দুর্গোৎসব- চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫
  • ৩০৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর উপজেলায় এবার ২৬টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে। ইতিমধ্যে সবকটি পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। মন্ডপের দায়িত্বরতরা ব্যস্ত পূজা অর্চনার সকল উপকরণ সংগ্রহে।আর মাত্র ক’দিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৯ অক্টোবর বিল্ব ষষ্টীর মাধ্যমে শুরু হচ্ছে ৫ দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিক আয়োজন। প্রতিটি পূজামন্ডপে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা।রং তুলির আচড়ে এখন শুধু রঙ্গীন হওয়ার পালা। প্রতি বছরের মতো এবারও শারদ প্রভাতে ভক্তরা মা দুর্গাকে বর্ণিলরূপে দেখবেন বলেই আশাবাদ ব্যক্ত করেছেন ভক্তরা। দিনরাত কাজের মাধ্যমে প্রতিমাশিল্পীরা এখন ব্যস্ত সময় অতিবাহিত করছেন। জগন্নাথপুর পৌর এলাকার প্রতিমাশিল্পী নিতাই দাস জানান, সময় যত ঘনিয়ে আসছে কাজের চাপ ততই বাড়ছে। তারপরও এবার দুর্গার প্রতিমাগুলোতে বৈচিত্র্য আনার চেষ্টা করা হচ্ছে। জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথ জিউড় আখড়াস্থ দূর্গাম্ন্ডপে প্রতিবছরের ন্যায় এবারও সর্বজনীন কেন্দ্রীয় পূজা অনুষ্টিত হচ্ছে, একইভাবে বাসুদেব মন্দিরে দাস সম্প্রদায়ের সর্বজনীন পূজা মন্ডপ রয়েছে। নতুন করে বাসুদেববাড়ীতে পুকুরে বণাঢ্য আলোকসজ্জার মাধ্যমে এলাকার যুব সমাজের উদ্যোগে আমরা ক’জন সর্বজনীন পূজা মন্ডপ পৌর শহরের পূজায় নতুন মাত্রা যোগ করেছেন। এছাড়াও পৌর শহরের বাড়ী জগন্নাথপুর বাবুল চন্দ্র দেবের বাড়িতে ব্যক্তিগত পারিবারিক পূজা মন্ডপ রয়েছে।কলকলিয়া ইউনিয়নের কালিটেকী সর্বজনীন পূজা ও গোড়ারগাঁও সর্বজনীণ পূজা মন্ডপ রয়েছে। মীরপুর ইউনিয়নের বাউরকাপন সর্বজনীন পূজা মন্ডপ ,চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নয়া চিলাউড়া সর্বজনীন পূজা মন্ডপ,গোপড়াপুর সর্বজনীন পূজা মন্ডপ,গযাসপুর সর্বজনীন পূজা মন্ডপ রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজারে সর্বজনীন পূজা মন্ডপ, ছাড়াও ইউনিয়নের হিলালপুর,গোপালগঞ্জ বাজার,রৌয়াইল,হরিনাকান্দি গ্রামে সর্বজনীন পূজা মন্ডপ রয়েছে,আশারকান্দি ইউনিয়নের পাইকপাড়া,শেওড়া,শহীদ নগর, জয়দা সর্বজনীন পূজা মন্ডপ,সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল সর্বজনীন পূজা মন্ডপ,পাটলী ইউনিয়নের সাচায়ানী শাসনহবি সর্বজনীন পূজা মন্ডপে প্রথমবারের মতো এবং রসুলগঞ্জ বাজারে সর্বজনীন পূজা মন্ডপে দ্বিতীয়বারের মতো সর্বজনীন পূজা মন্ডপ রয়েছে। পাইলগাঁ ইউনিয়নের আলীপুর,খানপুর,সাধু সাধক কেতকী দেবের বাড়িতে ও সাধু সাধক রবিদেবের বাড়িতে সর্বজনীন পূজা মন্ডপ প্রতিবছরের ন্যায় রয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রণব বণিক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, এবার ব্যক্তিগত ও সর্বজনীন মিলিয়ে ২৬টি পূজা মন্ডপে শারদীয় দুগোর্ৎসব অনুষ্ঠিত হবে।প্রতিটি মন্ডপেই ৫ দিন ব্যাপী পূজায় আলাদা আলাদা নানা আয়োজন রয়েছে। তিনি জানান, শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রয়োজন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, আমরা ইতিমধ্যে পূজা কমিটির নেতাদের নিয়ে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সভা করে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। আশা করছি সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com