1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুর উপজেলা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে'র উদ্যোগে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০২ অপরাহ্ন

জগন্নাথপুর উপজেলা ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে চক্ষু রোগীদের চিকিৎসা প্রদান

  • Update Time : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৩৩৩ Time View

মো: আব্দুল হাই::জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নের সহ¯্রাধিক দরিদ্র রোগীদের চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। সোমবার দিনব্যাপী আশারকান্দি ইউনিয়নের বড়ফেচী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা, ঐষধ, চশমাসহ সকল প্রকার চিকিৎসা দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান। দুপুরে চিকিৎসা ক্যাম্পের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন। পরে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন বলেন, সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা দেশের ও নিজ এলকার সর্বোপরী উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ও সমাজসেবায় প্রবাসীদের অবদান জাতি চিরদিন স্মরন রাখবে। তিনি উপজেলার দরিদ্র জনগোষ্টির অন্ধত্ব গোচাতে ওয়েল ফেয়ার ট্রাস্টের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয় উল্লেখ করে তাদের মহত এ কার্যক্রমের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। তিনি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে দরিদ্র জনগোষ্টির কল্যানে চক্ষু চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য সেবায় উদ্যোগ গ্রহনের ভুয়শী প্রশংসা করেন। ওয়েলফেয়ার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল খালিক মুজাহিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারন সম্পাদক শাহ শাহিদুর রাহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা বিশিষ্ট সমাজসেবী মসহুদ আহমদ, মৌলভী বাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারন সম্পাদক এডভোকেট এ এম ইয়াহিয়া মোজাহিদ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মজলুল হক, প্রবীন মুরব্বী হাজি সমছু মিয়া, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, কবি ও সাহিত্যেক শিক্ষিকা নিলুফা ইয়াছমিন, আশারকান্দি ইউপি সদস্য শাহ খায়রুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সমাজসেবক মুজিবুর রহমান মুরাদ, মৌলভী বাজার যুবলীগ নেতা শ্রী নিখিল তালুকদার। উপজেলা যুবলীগ নেতা খলিলুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বড়ফেচী গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুর রশীদ, বিশিষ্ট মুরব্বী আবরুছ মিয়া, ফারুক হোসেন, শফিক মিয়া, আলফু মিয়া, আছকন মিয়া, শফিকুল ইসলাম, হারুন মিয়া, সেলিম মিয়া, ছুরত মিয়া, ইন্তাজ মিয়া, আব্দুল হান্নান, ফিরন মিয়া, ইউনুছ মিয়া, সমাজকর্মী আতাউর রহমান, ছানাউর রহমান, ইউপি সদস্য ছাব্বির আহমদ, সমাজসেবী আশরাফুল ইসলাম প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বড়ফেচী জামে মসজিদের ইমাম মাওলানা লোকমান আলী। চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন মৌলভাবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা: রাজিব কুমার দেব, ডা: আব্দুল মান্নান, ডা: প্রিয়তা চৌধুরী, ডা: সৈয়দ সাইফুল আলী। জগন্নাথপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সাধারন সম্পাদক শাহ শাহিদুর রাহমান জানান, দরিদ্র চক্ষু রোগীদের মধ্যে ছানী পড়া রোগীদের বাছাই করে মৌলভাবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে ট্রাস্টের অর্থায়নে অপারেশন করা হবে। এছাড়া এলাকার দরিদ্র বাসিন্দাদের স্বাস্থ্য সেবায় নলকূপ স্থাপন, স্যানেটারী ল্যাট্রিন স্থাপনসহ শীতবস্ত্র বিতরন কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালিত হবে। এদিকে দিনভর সহ¯্রাধিক দরিদ্র চক্ষু রোগীদের পাশাপাশি এলাকার শত শত লোকজনদের পদচারনায় অনুষ্টানস্থল মূখরিত হয়ে উঠে। চিকিতসা নিতে আসা দরিদ্র রোগীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, ওয়েল ফেয়ার ট্রাস্টের এ মহতি কার্যক্রমের জন্য ট্রাস্টের সংশ্লিষ্টদের প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com