1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের তালিকার কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম:

নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের তালিকার কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত

  • Update Time : রবিবার, ১০ এপ্রিল, ২০১৬
  • ২৬০ Time View

রাকিল হোসেন : নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের তালিকার কাজ প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে ৬ ইউনিয়নে একক প্রার্থী তালিকা দলীয় প্রধান কেন্দ্রে প্রেরণ করেছে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এবং এই ৬ ইউনিয়নে একক প্রার্থীকে কেন্দ্রীয় ভাবেও চূড়ান্ত করা হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বাকি ৭ ইউনিয়নের একাধীক মনোননয় প্রত্যাশীদের মধ্যে প্রতি ইউনিয়নে একক ভাবে প্রার্থী চূড়ান্ত করে তালিকা করেছে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।এদিকে, নবীগঞ্জের প্রতি ইউনিয়নগুলোতে প্রার্থী চূড়ান্ত খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ আনন্দে ইউনিয়নের নেতাকর্মীরা মিষ্টিমুখ না হলেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখাতে দুঃসাহস করেনি। অনেক মনোনয়ন বঞ্চিতরা দলীয় নিয়ম নীতি না মেনেই স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন বলেও বিভিন্ন সূত্রে প্রকাশ। আর এই স্বতন্ত্রের তালিকায় রয়েছেন কোন ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি/ সাধারন সম্পাদক ও। ১৩টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীরা হলেন- ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সমর চন্দ্র দাশ, ২নং বড় ভাকৈড় (পূর্ব) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়মী লীগ নেতা মেহের আলী মহালদার, ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জামাল হোসেন, ৪নং দীঘলবাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবু সাঈদ এওলা মিয়া, ৫নং আউশকান্দি ইউনিয়নে আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. দিলাওর হোসেন, ৬নং কুর্শি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি আলী আহমদ মুছা, ৭নং করগাঁও ইউনিয়নে নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাস রানা, ৮নং সদর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাবেদুল আলম চৌধুরী সাজু, ৯নং বাউশা ইউনিয়নে সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, ১০ নং দেবপাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল মুহিত চৌধুরী, ১১ নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক চৌধুরী, ১৩নং পানিউমদা ইউনিয়নে জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান। ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উলেখ্য, আগামী ২৮ মে ৪র্থ দফায় নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৮ মে নবীগঞ্জ ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে মরিয়া হয়ে উঠেছেন প্রার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com