1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পিইসি পরীক্ষা হবে না - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রেস কাউন্সিল পদক পেলেন ৪ সাংবাদিক ও দুই সংবাদপত্র সিলেটে ভূমিকম্প অনুভূত জগন্নাথপুরে নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে/ আহত ১০ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের টিনসেট ভবন নিলাম বিজ্ঞপ্তি দোয়ারায় ভোটকেন্দ্রে ছাকুসহ আটক এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড মিথ্যা সাক্ষ্য দেওয়া কঠিন অপরাধ শান্তিগঞ্জে আনারস প্রতীকের সমর্থনে জগন্নাথপুরের নারী জনপ্রতিনিধিদের প্রচারণা এমপি আনার হত্যা/ সেপটিক ট্যাংকে মিলেছে মরদেহের খণ্ডাংশ ঘুর্ণিঝড় রিমালের প্রভাব জগন্নাথপুরে/ ভেঙে পড়েছে গাছপালা, বিদ্যুৎ-ইন্টারনেট সেবা বিঘ্নিত ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন-নরওয়ে-আয়ারল্যান্ড

পিইসি পরীক্ষা হবে না

  • Update Time : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩৩৭ Time View

জেএসসি পরীক্ষা আর হবেই না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী; তবে পিইসি আগামী বছর হবে কি না, তা এখনও অনিশ্চিত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান সোমবার বলেন, “শিক্ষার্থীদের গত দুই বছরের শিখন ঘাটতি পূরণের দিকে আমরা বেশি নজর দিচ্ছি। একারণেই এবছর পিইসি পরীক্ষা হবে না।”

কোভিড মহামারীর কারণে গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি।

আগামী বছর এ পরীক্ষা হবে কি না- প্রশ্ন করা হলে তিনি বলেন, “সে বিষয়ে পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

এর আগে রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জেএসসি পরীক্ষা না হওয়ার কথা জানিয়েছিলেন।

পিইসি পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নেই; তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায়।

তবে নতুন শিক্ষাক্রমে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণিতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার কোনোটিই নেই।

২০২৩ সাল থেকে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকের ৬ষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এই শিক্ষাক্রম শুরু হবে।

২০২৪ সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম, নবম শ্রেণি এবং ২০২৫ পঞ্চম ও দশম শ্রেণি এই শিক্ষাক্রম শুরু হবে। এই সময়ের মধ্যে নতুন শিক্ষাক্রম পুরোপুরি বাস্তবায়ন হবে।

নতুন শিক্ষাক্রমে পরীক্ষার চাপ কমিয়ে আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০০৯ সালে পঞ্চম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষা নেওয়া শুরু করেছিল সরকার।

শিক্ষার্থীদের উপর বাড়তি চাপের কারণে এ পরীক্ষা বাতিলের দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com