1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
পুলিশ আসল্ট মামলাসহ দুটি মামলায় জামিন পেলেন জগন্নাথপুরের বীরেন্দ্র,বিভাসসহ ৫ জন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

পুলিশ আসল্ট মামলাসহ দুটি মামলায় জামিন পেলেন জগন্নাথপুরের বীরেন্দ্র,বিভাসসহ ৫ জন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬
  • ২৯৫ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের বিরোধের জের ধরে রথযাত্রা উৎসবে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুলিশ অ্যাসল্ট মামলাসহ দুটি মামলায় জামিন পেলে ৫ আসামি। বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে পুলিশ অ্যাস্টল মামলা জিআর ৯৫ ও অপর আরেকটি মামলা জিআর ১২১ এর আসামি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ নেতা বিভাস দে, হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন রথযাত্রা উদযাপন কমিটির কর্মী মৃদুল দেব, মিন্টু দেব, বাপন দেব হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ নেতা প্রবীণ আইনজীবি এডভোকেট সুরেশ চন্দ্র দাশ,এডভোকেট মলয় বিকাশ দেবরায়, এডভোকেট মতিউর রহমান পীর, এডভোকেট গৌরাঙ্গ দাস, এডভোকেট বিশ্বজিত ভট্রাচায্যসহ অর্ধশতাধিক আইনজীবি। উল্লেখ্য জগন্নাথপুরে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জগন্নাথপুর গ্রামের সর্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদ ও আর্ন্তজাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকনের অঙ্গসহযোগী সংগঠন বাসুদেব নামহট্রে সংঘের দু’পক্ষের মধ্যে রথযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ১৫জন আহত হন। এরপর থেকে হিন্দু সম্প্রদায়ের দু’পক্ষের মধ্যে বিরোধ ও একাধিক ঘটনা ও মামলা মোকদ্দমার সৃষ্টি হয়। ইতিমধ্যে এঘটনায় বাসুদেব নামহট্রের সভাপতি উপজেলা আওয়ামীলীগ শিক্ষা ও মানবসম্পদক বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর গ্রেফতার হন। পরে আদালত থেকে তিনি জামিনেমুক্তি পান। বৃহস্পতিবার জামিন পেলেন পুলিশ অ্যাসল্ট মামলাসহ মিন্টু রঞ্জন ধরের পক্ষের দায়েরকৃত অপর মামলার ৫ আসামি। দুপুরে আদালত চত্বরের বাহিরে জামিনেমুক্তি পাওয়া জগন্নাথপুর গ্রামের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের পক্ষের নের্তৃবৃন্দকে স্বাগত জানান জগন্নাথপুরের হিন্দু সম্প্রদায়ের নেতা প্রদীপ সূত্রধর, হীরা মোহন দে, বিজন কুমার দেব, দ্বীপক কান্তি দে দীপাল, প্রজেশ গোপসহ নের্তৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com