1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সিলেটের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহের তালিকা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

সিলেটের ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহের তালিকা

  • Update Time : রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ২৭৯ Time View

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট সিটি কর্পোরেশনে ১৩৪টি কেন্দ্রের মধ্যে অর্ধেকেরও বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। একটি সূত্রে জানা গেছে নগরীর ৮০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সিলেট সরকারি আলিয়া মাদরাসা, চৌহাট্টা (পূর্বপাশের ভবন), চৌহাট্টা (উত্তর পাশের ভবন), মদন মোহন কলেজ (পুরাতন ভবন), রসময় হাইস্কুল-দাড়িয়াপাড়া, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, মীরের ময়দান (নতুন ভবন), আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্বরখানা কলোনি সংলগ্ন (পশ্চিম পাশের ১ম ও ২য় তলা), আম্বরখানা কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আম্বরখানা কলোনি সংলগ্ন (দক্ষিণ পাশের ভবন), খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসদবীর (দক্ষিণ পাশের ভবন ১ম ও ২য় তলা), খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসদবীর (উত্তর পাশের), স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল, ইলেকট্রিক সাপ্লাই রোড আম্বরখানা, জামেয়া মাদিনাতুল উলুম দারুস সালাম, খাসদবীর (২য় তলা), বিলাস কমিউনিটি সেন্টার, চৌকিদেখী, আনোয়ারা মতিন একাডেমি, চৌকিদেখী (পূর্ব ও উত্তর পাশের), একাডেমিক ভবন প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, সুবিদবাজার (২য় ও ৩য় তলা)।
আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, জালালাবাদ আ/এ, (ভবন-২ নতুন), গৌছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম পীরমহল্লা, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা (পশ্চিম পাশের ভবন), সিটি মডেল স্কুল, নোয়াপাড়া, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণশাসন (উত্তর পাশের ভবন), মদন মোহন কলেজ কমার্স ফ্যাকাল্টি, পাঠানটুলা ক্যাম্পাস, তারাপুর, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা (পূর্ব পাশের ভবন ৩), পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা (পূর্ব পাশের ভবন-২), সিলেট ইনক্লুসিভ স্কুল অ্যান্ড কলেজ এতিম স্কুল, সমাজকল্যাণ কমপ্লেক্স, বাগবাড়ী (পশ্চিম পাশের ভবন), আনন্দ নিকেতন, সুবিদবাজার (দক্ষিণ পাশের ভবন), জালালাবাদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঘাসিটুলা, ডহর প্রাথমিক বিদ্যালয়, ডহর (পূর্ব পাশের ভবন), মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুশহীদ (২য় ও ৩য় তলা), ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাতালিয়া, (নিচ তলা), লামাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, শেখঘাট (দক্ষিণ পাশের ভবন), ভবন-২, শেখঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখঘাট, সরকারি বাকশ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়, শেখঘাট, জামিয়া ইসলামিয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসা, কাজিরবাজার, মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়, মির্জাজাঙ্গাল, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কালীঘাট (দক্ষিণ পাশের ভবন), হাকীম বশিরুল হক ছাত্রাবাস ও ওষুধ প্রস্তুত ব্যবহারিক বিভাগ (পুরাতন সরকারি তিব্বিয়া কলেজ), চালিবন্দর, দুর্গাকুমার পাঠশালা, বন্দরবাজার, শাহজালাল জামিয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, মিরাবাজার (পশ্চিম পাশের ভবন), কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালক), মিরাবাজার, দি এইডেড হাইস্কুল, তাঁতিপাড়া, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর পাশের ভবন, নয়াসড়ক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়, নয়াসড়ক (পূর্ব পাশের ভবন), কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীটুলা, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজীটুলা (নিচতলা), দি রয়েল এমসি একাডেমি, কাজীটুলা, আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগা গেইট, মডেল হাইস্কুল, মিরাবাজার, কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়, কুমারপাড়া, ঝর্ণারপাড়া, (উত্তর পাশের ভবন), রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝেরঝেরিপাড়া (৩য় ও ৪র্থ তলা), হাজী শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহী ঈদগাহ, (পূর্ব পাশের ভবন), বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়নগর, এমসি কলেজ, টিলাগড়, নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবপাড়া (উত্তর পাশের ভবন), নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবপাড়া, (দক্ষিণ পাশের ভবন), কেন্দ্র-২, সৈয়দ হাতিম আলী বিদ্যালয়, সাদিপুর (নিচতলা), চান্দুশাহ জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসা, কালাসীল, সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারপাড়া, (পুরাতন), স্কলার্স হোম প্রিপারেটরি স্কুল, শিবগঞ্জ, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়, উপশহর, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয়, (দক্ষিণ পাশের ভবন), মাধ্যমিক শাখা, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর (পূর্ব পাশের ভবন), মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেন্দিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেন্দিবাগ, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেররতন (১ম তলা), নতুন ভবন, উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেররতন, মূল ভবন, গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুলটিকর, মেনিখোলা মৌরবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েস্থরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কায়েস্তরাইল, খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোজারখলা (ভবন নং-১), কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদমতলী (নিচতলা টিনসেডসহ), ঝালোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝালোপাড়া, সিলেট রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরাতন রেলওয়ে স্টেশন সাধুবাজার, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পাঠানপাড়া, জহির তাহির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পাঠানপাড়া (দক্ষিণ পাশের নতুন ভবন), গোটাটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোটাটিকর, গোটাটিকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, গোটাটিকর, হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবিনন্দি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com