1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী আর নেই - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী আর নেই

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০১৭
  • ২৬৬ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ সংবাদদাতা :
রাষ্ট্রীয় মর্যাদায় সুনামগঞ্জের কেন্দ্রীয় কবরস্থানে সমাহিত হলেন শহরের হাছননগর নিবাসী ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী (৬৮)। বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় টাউন জামে মসজিদে নামাজে যানাজা শেষে শহরের শান্তিবাগ আবাসিক এলাকাধীন কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান এর উপস্থিতিতে সুনামগঞ্জ সদর থানার পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদার করে। ৮ নভেম্বর বুধবার বিকেল ৩টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মুক্তিযোদ্ধা লিয়াকত আলীর মৃত্যু সংবাদে তাৎক্ষনিকভাবে তার বাসভবনে ছুটে যান সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম,পৌরসভার মেয়র আলহাজ¦ আয়্যুব বখত জগলুল, সিনিয়র আইনজীবী এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী,এডভোকেট হোসেন তওফিক চৌধুরী, এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু,বীর মুক্তিযোদ্ধা হাজী নরুল মোমেন,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক এডভোকেট পীর মতিউর রহমান,আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জাহান,জেলা সভাপতি সাংবাদিক আল-হেলাল,সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনসহ শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com