1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমুল নেতাকর্মীদের অংশগ্রহনে আওয়ামীলীগের মতবিনিময়সভা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে তৃণমুল নেতাকর্মীদের অংশগ্রহনে আওয়ামীলীগের মতবিনিময়সভা

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০৪ Time View

সুনামগঞ্জের তাহিরপুরে তৃণমুল নেতাকর্মীদের অংশ গ্রহনে উপজেলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’ উপজেলার সীমান্তঘেষা মানিগাঁওস্থ জয়নাল আবেদীন শিমুল বাগানে বুধবার এ মতবিনিময় সভায় উপজেলার ৭ ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ -১ আসনে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি তুলেছেন।’
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন।’
সভায় বক্তব্য প্রদান কালে তৃণমুল নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, সুনামগঞ্জ-আসনের দলীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি’র তৃণমুলের নেতাকর্মীদের সাথে কোন রকম সাংগঠনিক তৎপরতা বা যোগাযোগ নেই। রতন এমপি দলের তৃণমুল নেতাকর্মীদের মুল্যায়ন না করে সার্বক্ষণিক তার আশে পাশে সুবিধাভোগী লোকজন রেখে নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলার হাট বাজার, খেয়াঘাট, জলমহাল, শুল্ক ষ্টেশন, বালু পাথর কোয়ারী – মহাল , নৌ-পথ থেকে অনৈতিক সুবিধা নিয়ে অবাধে লুপাট চালিয়ে যেতে সহযোগীতা করে যাচ্ছেন।’
নেতাকর্মীরা আরো অভিযাগ করেন, নির্বাচনী এলাকার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা থানা ভবন, শিক্ষা অফিস, এলজিইডি, খাদ্যগুদাম, ভুমি অফিস সহ উপজেলা প্রশাসন ও মধ্যনগর থানা সহ নির্বাচনী এলাকার প্রশাসনের প্রতিটি দফতরে রতন এমপির মনোনিত গুটিকয়েক সুবিধাভোগী লোক অলিখিত ভাবে খলিফা সেজে বসে আছেন,যেন তারাই সর্বসেবা, তাদের ইশারা আর সম্মতি ছাড়া প্রশাসনিক দফতরে কোন কর্মকান্ড হয়না।’
তাই বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোএসন রতন এমপিকে বাদ দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লুটেরা ,দুর্নীতিবাজ মুক্ত সাংগঠনিক ভাবে দলীয় নেতাকর্মীদের মুল্যায়ন করেন এমন একজনকে সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার প্রতি।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ জুনাব আলী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল আজাদ রুমান, অ্যাডভোকেট মাজহারুল হক, জেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাজমুল হক কিরন, উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, নুরুল ইসলাম, শামীম আহমদ তালুকদার, হাজি ফরিদ গাজী, সিদ্দিকুর রহমান সরকার, আবুল কালাম আজাদ,মুজিবুর রহমান তালুকদার, স্বপন কুমার দাস, খালেক মোশারফ, শাহজাহান খন্দকার, অধ্যক্ষ জুনাব আলী, সুজাত মিয়া,ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা তারেক আল মামুন, ধীমান চন্দ, আবুল কাসেম, রাজন চন্দ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com