1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুরঞ্জিত ও মান্নানের সফরে শঙ্কিত মুকুট-সুবিধায় ইমন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

সুরঞ্জিত ও মান্নানের সফরে শঙ্কিত মুকুট-সুবিধায় ইমন

  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ২৭৪ Time View

স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত আজ দিরাই আসছেন। আর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সুনামগঞ্জ ঘুরে গেছেন। জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার গুরুত্বপূর্ণ এই দুই নেতার সফরকে নির্বাচন প্রভাবিত করার উদ্যোগ বলে মনে করছেন নির্বাচনে প্রতিদ্বন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট সমর্থকরা। তাই আজ দিরাইয়ে সুরঞ্জিত সেন গুপ্তের হেলিকপ্টার সফর বাতিলের দাবি জানিয়ে রবিবার প্রধান নির্বাচন কমিশনার নিকট লিখিত অভিযোগ করেছেন নুরুল হুদা মুকুট।
মুকুট বলেন,চেয়ারম্যান পদে তার প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার এনামুল কবির ইমনের পক্ষে ‘প্রচারণার উদ্দেশ্যে’ সুরঞ্জিত সেনগুপ্ত সোমবার হেলিকপ্টার যোগে নির্বাচনী এলাকা দিরাইয়ে আসছেন। যা নির্বাচনী আচরন বিধি লঙ্গন হবে।

অভিযোগে মুকুট আরো বলেন, সুরঞ্জিত সেন চেয়ারম্যান প্রার্থী ইমনের পক্ষে সোমবার তাঁর দিরায়ের বাসভবনে এক নির্বাচনী সভার আহ্বান করেছেন। ওই সভায় সুরঞ্জিত দিরাই ও শাল্লা উপজেলার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের তলব করেছেন।

মুকুট দাবী করেন, নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে সুরঞ্জিত সেনের এই নির্বাচনী সফর আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সুরঞ্জিত সেনের সফর প্রতিহত করতে প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন মুকুট।এছাড়াও মুকুট সমর্থকরা অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের দক্ষিন সুনামগঞ্জসহ সুনামগঞ্জের বিভিন্ন স্থানে সরকারী সফর নির্বাচনকে প্রভাবিত করতে কাজ করেছে বলে মনে করছেন। কারণ এম এ মান্নানের নের্তৃত্বাধীন সংসদ সদস্য বলয়ের মধ্যে সাংসদ মুহিবুর রহমান মানিক,মোয়াজ্জেম হোসেন রতন ও সংরক্ষিত নারী সদস্য শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী ইমনের পক্ষে প্রকাশ্যে কাজ করার অভিযোগ রয়েছে। এমনকি মন্ত্রী এম এ মান্নানের এপিএস আবুল হাসনাত প্রকাশ্যে ইমনের পক্ষে কাজ করায় এ অভিযোগ আরো তীব্র হয়েছে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট। প্রয়াত সামাদ আজাদ আমলের গ্রুপিংয়ের জের ধরে মুকুটের বিপক্ষে অবস্থান নিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত। গত বছর সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সন্মেলনকে কেন্দ্র করে জেলার আওয়ামীলীগের রাজনীতিতে সংসদ সদস্যদের একটি বলয় তৈরী হয়। ওই বলয়ের প্রার্থী হিসেবে ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোনীত হন। তাঁরই ধারাবাহিকতায় জেলা পরিষদ নির্বাচনে সাংসদ বলয়ের আশীর্বাদ আওয়ামী লীগে সমর্থিত প্রার্থী ইমনের পক্ষে রয়েছে। অপরদিকে, মুকুটকে সমর্থন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান, জাতীয় পরিষদ সদস্য পৌর মেয়র আয়ুব বখত জগলুল-সহ জেলার অনেক প্রভাবশালী নেতা। নির্বাচনের দিনক্ষন যত ঘনিয়ে আসছে তৃণমুলের জনপ্রতিনিধিদের ওপর সংসদ সদস্যদের প্রভাব ততই বাড়ছে। যে কারণে অনেকটা বেকায়দায় থাকা আওয়ামীলীগের প্রার্থী ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন সুবিধাজনক অবস্থানে চলে আসছেন। নির্বাচনী মাঠের আধিপত্য থাকা বিদ্রোহী প্রার্থী নুরুল হুদা মুকুটের ভোটের রাজত্ব সাংসদের কৌশলী প্রচারনায় ক্রমেই হ্রাস পাচ্ছে। এছাড়াও তাহিরপুরে মুকুট সমর্থকদের হামলায় এক জনপ্রতিনিধি আহত হওয়ার ঘটনাটি ভোটের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। সময় যত ঘনিয়ে আসছে ভোটাররা ততই নানা হিসাব নিকেষ মিলাচ্ছেন। অপরদিকে নির্বাচনে শুরু হয়েছে কালো টাকার ছড়াছড়ি। প্রার্থীরা নিজেদের অবস্থান ধরে রাখতে টাকার বিনিময়ে ভোটারদেরকে নিজেদের পক্ষে নেয়ার শেষ চেষ্ঠাও চালাচ্ছেন। শেষ পর্যন্ত ভোটাররা কাকে পছন্দ করেন তা দেখার অপেক্ষায় এখন সুনামগঞ্জ জেলাবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com