1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
শান্তিগঞ্জে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ২ - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

শান্তিগঞ্জে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ২

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

জগন্নাথপুর২৪ ডেস্ক::

আপাতত উশৃঙ্খল শান্তিগঞ্জ থানা এলাকা। হাসনাবাজের ‘ট্রিপল’ মার্ডার থেকে কিশোরী রাজনার বস্তাবন্দি মরদেহ উদ্ধার। মাঝে ছাগলকা-, ক্যারামকা-ের মতো ছোট ছোট আরও একাধিক ঘটনা। সব মিলিয়ে গত তিন সপ্তাহ ধরে জেলার টক অব দ্যা উপজেলা হচ্ছে শান্তিগঞ্জ উপজেলা। শান্তির এই জনপদ হঠাৎ করে কেনো এতো অশান্ত হয়ে উঠেছে, এমন প্রশ্নই সকলের মুখে মুখে। অশান্ত পরিস্থিতিকে শান্ত করতে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় ব্যপক তৎপরতা দেখাচ্ছে শান্তিগঞ্জ থানা পুলিশ। পরিস্থিতিকে শান্ত ও সুশৃঙ্খল রাখতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে তারা। এরই ধারাবাহিকতা ২৫ জুলাই মঙ্গলবার দিনব্যাপী উপজেলার দাঙ্গাপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে অসংখ্য লাঠি-সোটা, দেশিয় অস্ত্রশস্ত্রসহ বিপুল মাদকদ্রব্যের সাথে এক নারী ও এক পুরুষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে হাসনাবাজের আলোচিত ‘ট্রিপল’ হত্যার ঘটনায়ও ২০ জন আসামীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনার ৬দিন পার হয়ে যাওয়ার পরও এখনো স্কুল ছাত্রী রাজনা (১৬) হত্যার ঘটনার আসল রহস্য উদঘাটন হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, ৭ জুলাই থেকে ২৬ জুলাই। এই ২০ দিনের মধ্যে শান্তিগঞ্জ উপজেলায় ছোট বড় ৭টি ঘটনা ঘটেছে। ৭ জুলাই হাসনাবাজে কাঁঠাল নিলামকে কেন্দ্র করে সংঘর্ষে ৩জনের মৃত্যু উপজেলাকে আলোচনার শীর্ষে নিয়ে যায়। শান্তিগঞ্জে জলন্ত আগুনে আরেকটু ঘি ঢেলে দেয় ১৪ জুলাই শুক্রবারের ঘোড়াডুম্বুরের ছাগলকা-। এ ঘটনার রেশ কাটতে না কাটতে ২২ জুলাই শনিবার উপজেলার পাথারিয়ায় কিশোরী রাজনার বস্তাবন্দি লাশ উদ্ধার সমস্ত জেলায় চাঞ্চল্যের সৃষ্টি করে। আরেক দফা অশান্ত হয় শান্তিগঞ্জ। পরের দিন রবিবার (২৩ জুলাই) পুলিশ প্রশাসন যখন কিশোরী রাজনার মৃত্যুর রহস্য ভেদ করতে ব্যস্ত তখন আহমানমারা সেতু সংলগ্ন গ্রাম জয়কলসে ও পশ্চিম পাগলার নোয়াবাড়িতে পানিতে ডুবে পৃথকভাবে দুই শিশুর মৃত্যুর খবর সাধারণের মনকে বিষিয়ে তুলে। ২২ জুলাই শনিবার ঠাকুরভোগে ক্যারামখেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে আরও বিষন্ন হয় উপজেলাবাসীর মন। তখনো কেউ জানতো না যে, চিকারকান্দি থেকে আরও বড় দুঃসংবাদ অপেক্ষা করছে উপজেলাবাসীর জন্য। ২৩ জুলাই রবিবার দিবাগত রাতে অর্থাৎ ২৪ জুলাই, সোমবার গভীর রাতে আগুনে ভস্মীভূত হয়েছে চিকারকান্দি গ্রামের হাজিবাড়ির ৯টি বসতঘর। এসময় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে আমরোজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ১১টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে প্রায় দেড় ঘন্টাব্যাপী অভিযান পরিচালনা করে ৯৬ বোতল ভারতীয় মদ ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করেছে মাদক কারবারি মো. আছাবুল মিয়া ও পারভীন আক্তারকে। কান্দিগাঁও গ্রামে মো. তাজ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে এ বিপুল সংখ্যক মাদকদ্রব্য ও আসামীদের গ্রেফতার করে পুলিশ। আছাবুল মিয়া একই গ্রামের মাদ্রাসাপাড়ার মৃত আছদ্দর আলীর ছেলে ও পারভীন আক্তার মো. তাজ উদ্দিনের স্ত্রী। এছাড়াও দিনের বেলা উপজেলার বেশ কয়েকটি দাঙ্গাপ্রবণ গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশিয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, উচ্চপদস্থ কর্মকর্তাদের দিক নির্দেশনায় উপজেলার ঠাকুরভোগ, সাপেরকোণা, রনসী, ঘোড়াডুম্বুর, পিঠাপশি, শ্রীরামপুর, আসামমোড়া, জাহানপুর, হাসনাবাজ, উপ্তিরপাড়সহ দাঙ্গাপ্রবণ অন্যান্য গ্রামসমূহে অভিযান চালিয়ে রামদা, ঢাল, সুলফি, টেটাঁ, বল্লম, কুচা, লাঠিসহ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় তিনটি ওয়ারেন্ট তামিল করা হয়। এছাড়াও পুলিশের সাঁড়াশি অভিযানের ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ ও ৮ কেজি গাঁজা  উদ্ধারসহ মাদক কারবারি আছাবুল মিয়া ও  পারভীন আক্তারকে গ্রেফতার করা হয়।
সম্প্রতি শান্তিগঞ্জ থানা এলাকার বিভিন্ন গ্রামে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সুনামগঞ্জের খবর/

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com