1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ কারাগারে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জ কারাগারে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮
  • ২৪৬ Time View

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা কারাগারে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। জেলা আইনজীবী সমিতি ভবনের সামনের সড়কে সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের নির্যাতন, তাদের কাছ থেকে টাকা আদায়, নি¤œমানের খাবার সরবরাহ, রাতে ঘুমানোর জন্য সিট বাণিজ্য, কারাগারের ক্যানটিনে পণ্যের দ্বিগুণ-তিনগুণ দাম রাখা, দর্শনার্থীদের কাছ থেকে টাকা আদায়সহ নানা অনিয়ম ও দুর্নীতি হচ্ছে। কারাগারের ভিতরে মাদক ও জুয়ার আসর বসে। কারাগারে লোকজন টাকার বিনিময়ে ভিতরে মাদক পৌঁছে দেন। নানাভাবে বন্দীদের কাছ থেকে কারাকর্তৃপক্ষ চাঁদা আদায় করেন। এসব অনিয়ম-দুর্নীতির সঙ্গে কারা কর্তৃপক্ষ এবং কারাগারের ভিতরে থাকা দীর্ঘমেয়াদে সাজাপ্রাপ্ত কয়েকজন কয়েদি জড়িত। কারাগারে বন্দীদের মৌলিক অধিকার ভুলুন্ঠিত হচ্ছে। কারাগার থেকে বের হয়ে এখন প্রতিদিনই মানুষজন এসব অভিযোগ করছেন। এসব অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির শতাধিক আইনজীবী ও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। আয়োজক সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল জলিলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক সাংসদ মোহাম্মদ ফজলুল হক আছপিয়া, জ্যেষ্ঠ আইনজীবী হোসেন তওফিক চৌধুরী, মো. মাসুক আলম, মো. শেরেনূর আলী, মো. আবদুল হক, কাওসার আলম, আয়োজক সংগঠনের সহসভাপতি আবু মো. জালাল উদ্দিন, আইনজীবী আনিসুজ্জামান, নাজিম কয়েস, মো. আজমল হোসেন, কামাল হোসেন, শহীদুল ইসলাম, জাবেদ নূর, আবদুল মজিদ, হানিফ সুলেমান, জামাল উদ্দিন, ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন কারাগার ফেরত ছাতকের গোপাল শাহ, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা এম. নোমান হাসান খাঁন, মানবাধিকার কর্মী তৈয়বুর রহমান, শ্রমিক নেতা আল আমিন প্রমুখ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুনামগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ। তিনি বলেন,‘আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে সেগুলো সঠিক নয়। আমাদের এখানে এগুলো হয় না। বলা হচ্ছে কারাগার থেকে বের হয়ে লোকজন এসব অভিযোগ করছে। কিন্তু কারাগারে থাকার সময়ে তো আমার কাছে কেউ এসব অভিযোগ করেনি। আমাদের এখানে কোনো অনিয়ম-দুর্নীতি হয় না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com