1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশির মৃত্যুতে মাতম

  • Update Time : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট বাংলাদেশির মৃতদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ৮ই অক্টোবর ওমানের দুকমের সিদ্দা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন ওই বাংলাদেশিরা। তারা সবাই চট্টগ্রাম এলাকার বাসিন্দা। একসঙ্গে এতগুলো প্রাণ ঝরে যাওয়ায় প্রবাসীদের মধ্যে যেমন শোক বিরাজ করছে। একইভাবে দেশে স্বজনদের মধ্যে চলছে আহাজারি। এ খবর দিয়ে অনলাইন টাইমস অব ওমান বলছে, নিহতদের মধ্যে ছিলেন মোহাম্মদ রকি। তিনি পরিবারকে সহায়তা করতে ওমানে কাজ করতেন।

তার আকস্মিক মৃত্যু পরিবার, বন্ধুবান্ধব ও প্রবাসী সমাজকে গভীর শোকে নিমজ্জিত করেছে। মাত্র ২৫ বছর বয়সে মোহাম্মদ রকি তার জীবনের সবচেয়ে বড় আনন্দের খবর পেয়েছিলেন। তা হলো তার প্রথম সন্তানের জন্মের খবর। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনার মাত্র এক ঘণ্টা আগে রকি ভিডিওকলে তার নবজাতক কন্যাকে দেখেছিলেন। ওটাই ছিল মেয়েটির সঙ্গে তার শেষ দেখা। ভাগ্য আর সময় তাকে একবারও সুযোগ দেয়নি- নিজ সন্তানের মুখে চুমু খাওয়ার বা বুকে জড়িয়ে ধরার।

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক বলেন, দুঃখজনকভাবে, সব নিহতই বাংলাদেশি প্রবাসী। তারা সবাই দুকমের কর্মস্থলে যাচ্ছিলেন। নিহতদের নাম- আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ রকি, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ সাহাবুদ্দিন, জুয়েল এবং রনি। তারা সবাই বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা। দুর্ঘটনা সম্পর্কে হক বলেন, শ্রমিকদের বহনকারী গাড়িটি একটি বড় মাছ পরিবহন ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে আটজন বাংলাদেশি শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিয়মমাফিক প্রক্রিয়া অনুসরণ করে মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।

দুর্ঘটনাটি বুধবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ঘটে। নিহত জুয়েলের পিতা জামালউদ্দিন সরকার স্থানীয় সংবাদপত্রে এক হৃদয়বিদারক আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, আমার ছেলে পরিবারের ভরণপোষণের জন্য বিদেশে গিয়েছিল। এখন আমি শুধু চাই, তার মৃতদেহটা যেন দেশে ফেরে। আমি যেন একবার তার মুখটা শেষবারের মতো দেখতে পারি। ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় আগেই নিশ্চিত করেছে, দুকম দুর্ঘটনায় আটজন নিহত এবং দুজন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো প্রবাসী সমাজ হতবাক। অনেকে স্মরণ করেছেন, ২০২১ সালেও একই স্থানে মাছ ধরার পর ফেরার পথে পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছিলেন।

এক প্রবাসী বলেন, মনে হচ্ছে, একই ট্র্যাজেডি আবার ফিরে এল। দুর্ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সদস্যরা জানান, পুলিশ জানিয়েছে তাদের তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই জমা দেয়া হবে। প্রতিবেদন প্রস্তুত হলেই মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানো হবে। সৌজন্যে-মানব জমিন.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com