1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরের সৈয়দপুরে সমাপনী পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ মে ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রসহ দুই ডাকাত আটক ধীরেন্দ্র কুমার সেন একজন সংগ্রামী, সফল ও ভাগ্যবান মানুষ জগন্নাথপুরের শ্যামহাট আশ্রম উন্নয়ন কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন আর নেই বিভিন্ন মহলের শোক টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের ভারতে ধূলিঝড়ে উপড়ে গেল ‘দৈত্যাকার’ বিলবোর্ড, নিহত ১২ সুনামগঞ্জে আচারণ বিধি ভঙ্গের দায়ে আ.লীগ নেতাকে জরিমানা কোরআনে মানুষের যেসব স্বভাব পরিহারের নির্দেশনা রবীন্দ্র সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে প্রথম জগন্নাথপুরের পূর্বা দে জগন্নাথপুরে ‘খোয়া’ যাওয়া লাখ টাকা ফিরিয়ে দিল পুলিশ ধর্ম নিয়ে কটূক্তি, জবি শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড

জগন্নাথপুরের সৈয়দপুরে সমাপনী পরীক্ষায় উত্তির্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • Update Time : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৪৪১ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরের সৈয়দপুর শাহাপাড়া ইউনিয়ন সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র উদ্যোগে ২০১৫ সালের পি.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টান সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠতা সদস্য ও সভাপতি সৈয়দ হাফিজ উদ্দীন এর সভাপতিত্বে ও সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুজেল খানের পরিচালনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী মল্লিক মোঃ মইনুদ্দীন সুহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হাসান, সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া আলিম মাদ্রাসা’র অধ্যক্ষ হাফিজ সৈয়দ রেজওয়ান আহমদ, দক্ষিণ সৈয়দপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ সৈয়দ নুরুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আব্দুর রকিব, ম্যানেজিং কমিটির সদস্য ও ৩নং ওয়ার্ড এর মেম্বার সৈয়দ ছালিক আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ মনোয়ার আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ ফাকি মিয়া, মাওলানা সৈয়দ আব্দুল জলিল, মোঃ ফজলু মিয়া, স্কুলের শিক্ষক মোঃ হাবিবুর রহমান, স্কুলের শিক্ষিকা মোছাঃ রিতা বেগম, সৈয়দ ফয়জুল ইসলাম, সৈয়দ জাহেদ মিয়া, সৈয়দ মিসবা উদ্দীন, মোঃ আব্দুল খালিক প্রমুখ। শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের শিক্ষক মোঃ শাহ আলম। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা শিক্ষিত করতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে। আলোকিত সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠতা সদস্য ও সভাপতি সৈয়দ হাফিজ উদ্দীন কোমলমতি শিশুদের পুরস্কৃতি করে যে ধরনের উৎসাহ প্রদান করলেন তা তাদের জ্ঞান অর্জন আরো উৎসাহিত করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com