1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ইনাতগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০,ফাঁকা গুলি বর্ষন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ১৫ মে ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, অস্ত্রসহ দুই ডাকাত আটক ধীরেন্দ্র কুমার সেন একজন সংগ্রামী, সফল ও ভাগ্যবান মানুষ জগন্নাথপুরের শ্যামহাট আশ্রম উন্নয়ন কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন আর নেই বিভিন্ন মহলের শোক টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের ভারতে ধূলিঝড়ে উপড়ে গেল ‘দৈত্যাকার’ বিলবোর্ড, নিহত ১২ সুনামগঞ্জে আচারণ বিধি ভঙ্গের দায়ে আ.লীগ নেতাকে জরিমানা কোরআনে মানুষের যেসব স্বভাব পরিহারের নির্দেশনা রবীন্দ্র সঙ্গীতে বিভাগীয় পর্যায়ে প্রথম জগন্নাথপুরের পূর্বা দে জগন্নাথপুরে ‘খোয়া’ যাওয়া লাখ টাকা ফিরিয়ে দিল পুলিশ ধর্ম নিয়ে কটূক্তি, জবি শিক্ষার্থী তিথি সরকারের কারাদণ্ড

ইনাতগঞ্জে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ১০,ফাঁকা গুলি বর্ষন

  • Update Time : মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮
  • ২৯৬ Time View

নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামে দু’পক্ষের লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে আগ্নেয়াস্ত্রের ফাঁকা গুলি বর্ষনের ফলে এলাকার আতংকের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন লোক আহত হয়েছেন। আহতরা হলেন, আনসার মিয়া(৬০),হুসমান মিয়া (৫৫),আনসার মিয়া(৫০) সৈয়দ মতিন মিয়া (৪৫),কামাল হোসেন(৩৫),রওশন মিয়া(৪৫) প্রমূখ। আহতদের নবীগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নাদামপুর গ্রামের আনসার মিয়া ও একই গ্রামের রওশন মিয়ার মধ্যে জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত সোমবার বিকেলে উভয়ের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁেধ। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র-শন্ত্রসহ ইঁপাটকেল ব্যবহৃত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,সংঘর্ষের এক পর্যায়ে আনসার মিয়ার ছোট ভাই লন্ডন প্রবাসী আনহার মিয়া তার লাইসেন্সকৃত বন্ধুক দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। এ সময় অপর পক্ষসহ এলাকায় আতংকের সৃষ্টি হয়। সংঘর্স স্থলে আসা অন্য লোকজন ও এদিক-ওদিক ছুটাছুটি করতে থাকেন। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ীর পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) সামছুদ্দিন খাঁন তাৎক্ষণিকভাবে একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রাণপন চেষ্ঠা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খাঁন বলেন,সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com