1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
বিদায় সংবর্ধনায় তিনি কাঁদলেন এবং কাঁদালেন - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

বিদায় সংবর্ধনায় তিনি কাঁদলেন এবং কাঁদালেন

  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৩৫৯ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুন নূর দীর্ঘ ৩১ বছর দায়িত্ব পালন শেষে অবসরে গেছেন। গতকাল বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে স্মৃতিচারণমুলক বক্তব্য দিতে গিয়ে আবেগআপ্লত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় উপস্থিত কলেজের সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থীরাও কান্নায় ভেঙ্গে পড়েন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ আব্দুন নূর এর কর্মময় জীবনের সফলতার কথা তুলে ধরে প্রশংসা করেন। ১৯৮৬ সালে জগন্নাথপুর কলেজ প্রতিষ্ঠার পর জগন্নাথপুর কলেজে প্রভাষক হিসেবে যোগদেন আব্দুন নুর। অল্পদিনে তিনি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে টানা ৩১ বছর নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করে যান। বিদায়ী অধ্যক্ষ আব্দুন নুর তাঁর বক্তব্যে কলেজের ভূমি রক্ষা ও তহবিল সংগ্রহে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতায় পড়ার স্মৃতিচারণ করেন। এসময় তিনি বলেন, আমি অত্যন্ত সৌভাগ্যবান ছিলাম দায়িত্ব গ্রহনের পর কোন কাজে উপর মহলে গেলে সামাদ আজাদের নাম বললে সবাই খুশি মনে কাজ করে দিতেন। পরবর্তীতে আমাদের বর্তমান প্রতিমন্ত্রী এম এ মান্নানের কথা শুনে সবাই কলেজের কাজ আগে করে দিতেন। তিনি এ দু ব্যক্তির পাশাপাশি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহসভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ এর অবদানের কথা স্বীকার করেন। তাঁর বক্তব্যের আগে অনেকেই আব্দুন নুর এর অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। বিশেষ করে জগন্নাথপুর ডিগ্রী কলেজ সরকারী করনের প্রক্রিয়ায় কোটি টাকার জমাকৃত তহবিল সরকারি কোষাগারে জমাদেয়ার বিষয়টি তুলে ধরে তার সততার প্রশংসা করা হয়। সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানও তাঁর বক্তব্যে বিদায়ী সংবর্ধিত অতিথি আব্দুন নুর এর প্রশংসা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com