1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশন লীগের সেমিতে ইকড়ছই একাডেমী, বিদায় ফেভারিট শাহারপাড়া এফসির - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃতু্তে বিএনপির শোক প্রকাশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়বে কিনা, জানা যাবে শনিবার মসজিদের মালিকানা মহান আল্লাহর জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই

জগন্নাথপুরে ফুটবল এসোসিয়েশন লীগের সেমিতে ইকড়ছই একাডেমী, বিদায় ফেভারিট শাহারপাড়া এফসির

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪১৫ Time View

রুমানুল হক রুমেন:: জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে ১৪ তম জগন্নাথপুর উপজেলা ফুটবল এসোসিয়েশন লীগ এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলা আজকে ( বুধবার ) জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই হারুনুর রশিদ হিরণ মিয়া ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দিনের একমাএ খেলায় মুখোমুখি হয় ইকড়ছই ফুটবল একাডেমী বনাম শাহারপাড়া এফ সি। খেলায় ফেভারিট তকমা নিয়ে শাহাড়পারা এফ সি খেলা শুরু করে কিন্তু খেলায় তা ফুটে উঠেনি। অন্যদিকে তরুন খেলোয়াড়দের নিয়ে গড়া ইকড়ছই একাডেমি ছিলো শুরুতেই দুর্দান্ত। শুধু তাদের খেলায় একটু অনভিজ্ঞতার ছাপ লক্ষ করা গেছে। প্রথমার্ধের খেলায় দুটি দলই কিছু বিক্ষিপ্ত আক্রমন ছাড়া আর কিছু করতে পারেনি। এর মধ্যে বিপক্ষ দলের আচমকা একটি শট ইকড়ছই একাডেমির তরুন গোলরক্ষক আদিল হাসান দুর্দান্ত সেইভ করলে এ যাত্রায় বেচেঁ যায় ইকড়ছই একাডেমি। ০-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের বাঁশির শুরুতেই ইকড়ছই একাডেমির আক্রমণে দিশেহারা হয়ে পরে শাহাড়পারা এফ সির রক্ষনভাগ। এর ফল ও আসে হাতেনাতে। ১৫ মিনিটের সময় বামপ্রান্ত দিয়ে একটি আক্রমনথেকে ছাদিকের নিখুঁত ক্রস থেকে স্ট্রাইকার জসিম আলতু টোকায় বল ঝালে জড়িয়ে দেন। ফলে ১ – ০ গোলে এগিয়ে যায় ইকড়ছই ফুটবল একাডেমি। গোল খেয়ে গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে আক্রমনে উঠে শাহাড়পারা এফ সি। এ অবস্হায় কিছুটা এলোমেলো হয়ে পরে একাডেমির রক্ষন। এই সুযোগে শাহাড়পারার জায়েদের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। গোল বঞ্চিত হয় শাহাড়পারা এফ সি। এরপর দুদলই দু একটি গোলের সহজ সুযোগ নস্ট করে। ফলে এক গোলের পরাজয় নিয়ে এসোসিয়েশন লীগ থেকে ছিটকে পড়ে শাহাড়পারা এফ সি। আজকের খেলার পরিচালক ছিলেন বাফুফের অনুমোদিত রেফরী মাহবুবুর রহমান মাহবুব, পরতাব আলী ও কাওছার আহমদ।

আগামীকাল এর খেলা রানীগঞ্জ স্পোর্টিং ক্লাব বনাম ফ্রেন্ডস এফ সি – হবিবপুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com