1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ধর্মপাশায় নির্বাচনী কার্যালয় দখলের অভিযোগ বিএনপির - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

ধর্মপাশায় নির্বাচনী কার্যালয় দখলের অভিযোগ বিএনপির

  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৫৫ Time View

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে বিএনপির নির্বাচনী প্রচারণার একটি কার্যালয় দখলের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার দুপুরে ওই ইউনিয়নের গোলকপুর বাজারে এমনটি ঘটেছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ। ফলে গোলকপুর বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাঁর পূর্ব নির্ধারিত নির্বাচনী পথসভা করতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। জানা যায়, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজারের দক্ষিণ দিকে স্থানীয় বাসিন্দা কাসেমের একটি বড় ঘর রয়েছে। সপ্তাহখানেক আগে ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচন পরিচালনার জন্য ওই ঘরের একটি কক্ষ ভাড়া নেওয়া হয়। গত ১০ ডিসেম্বর থেকে সেই কক্ষে বিএনপির নেতাকর্মীরা তাদের নির্বাচনী কাজে ব্যবহার শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে গোলকপুর বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজির হোসেনের পথসভা ছিল। তাই সকাল থেকে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকে। এ সময় ওই ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি জাকির হোসেন দলবল নিয়ে বিএনপির নির্বাচনী কার্যালয় দখল করে নেয় বলে জানান ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। তিনি বলেন, পরে গোলকপুর গ্রামের এক বাড়িতে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে।
ঘরের মালিক কাসেম মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ঘরের পশ্চিম পাশের একটি কক্ষ স্থানীয় আওয়ামী লীগ ও পূর্ব পাশের আরেকটি কক্ষ বিএনপির কার্যালয়ের জন্য ভাড়া দেওয়া হয়েছে। তবে বিএনপির কার্যালয় জাকির হোসেন দখল করেছিল কি না তা জানি না।’
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আমজাদ বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে গোলকপুুর বাজারে আমাদের নির্বাচনী পথসভা ছিল। কিন্তু পথিমধ্যে আমরা খবর পাই যুবলীগ নেতা জাকিরের নেতৃত্বে আমাদের নির্বাচন পরিচালনা অফিস দখল হয়ে গেছে। বিষয়টি আমাদের প্রার্থী সহকারি রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের মুঠোফোনে জানিয়েছেন।’
অভিযুক্ত জাকির হোসেন বলেন, ‘বিএনপির নির্বাচন পরিচালনা অফিস দখলের বিষয়টি সত্য নয়। গোলকপুর বাজারে যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়েছিল। সকাল থেকে আমাদের প্রস্তুতি চলছিল। মাইক লাগানো হয়েছিল। এমন খবর পেয়ে বিএনপির লোকজন অন্য জায়গায় সভা করেছে।’
সহকারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান সন্ধ্যা ৬ টায় বলেন, ‘এ ব্যাপারে মুঠোফোনে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও পুলিশ সেখানে অবস্থান করছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com