1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
নিরাপদ মাতৃত্ব বিষয়ে ধর্মপাশায় সচেতনতামূলক গীতি আলেখ্য পরিবেশিত - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৪০ অপরাহ্ন

নিরাপদ মাতৃত্ব বিষয়ে ধর্মপাশায় সচেতনতামূলক গীতি আলেখ্য পরিবেশিত

  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০১৫
  • ৩৮০ Time View

সুমিত বণিক : হাওরবেষ্টিত সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় বেশির ভাগ মানুষের কাছে জরুরী প্রসূতি সেবা (ইওসি) এখনো সহজলভ্য হয়নি। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা আর স্বাস্থ্য সচেতনতার বেহাল দশা এখানকার মানুষের নিত্যসঙ্গী। এখনো অদক্ষ দাইয়ের মাধ্যমেই অনেকে মা হচ্ছে। নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকল্পে ১৭ জুন’ ২০১৫ বুধবার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি গ্রামের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে কেয়ার-জিএসকে কমিউনিটি হেল্থ ওয়ার্কার ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে গীতি আলেখ্য ‘পথের দিশা’ অনুষ্ঠিত হয়।
কেয়ার বাংলাদেশ ও গ্ল্যাক্সো স্মিথক্লাইন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ২০১২ সাল থেকে শুধুমাত্র সুনামগঞ্জ জেলায় এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। নবরাজ তালুকদারের নেতৃত্বে স্থানীয় ডিঙ্গাপুতা গণ নাটক দলের কলা-কুশলীরা অভিনয় আর গানের মাধ্যমে তুলে ধরেছেন পশ্চাৎপদ হাওর অঞ্চলের মা ও শিশু সেবার চিরাচরিত রীতির কুফল ও পরিণতি। পাশাপাশি প্রকল্পের প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী পি-সিএসবিএ (প্রাইভেট কমিউনিটি বেসড্ স্কিলড বার্থ এটেনডেন্ট)’দের সেবা গ্রহণের সুফলও ফুটিয়ে তোলা হয় এ গীতি আলেখ্যে। এতে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার অসংখ্য মা ও শিশু উপস্থিত ছিলেন। গীতি আলেখ্যটি এলাকার মানুষের বেশ দর্শক জনপ্রিয়তা পায়। গীতি আলেখ্য শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. জসিম উদ্দিন, বেসরকারী সংস্থা জিতা বাংলাদেশ’র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার সুমিত বণিক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com