1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
ব্রিটেনের রাজকন্যা বলে কথা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন

ব্রিটেনের রাজকন্যা বলে কথা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০১৫
  • ৫০৩ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: ব্রিটেনের নতুন রাজকন্যার জন্য ৪৫ হাজার ডলার মূল্যের এক ঝুমঝুমি বানিয়ে হুলুস্থুল ফেলে দিয়েছে লন্ডনের বিখ্যাত অলঙ্কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘ন্যাচারাল স্যাফায়ার’! ঝুমঝুমির মালকিন শার্লট এলিজাবেথ ডায়ানা, রাজকীয় ভাষায় বললে ‘প্রিন্সেস শার্লট অফ কেমব্রিজ’র জন্য ১৮ ক্যারেটের সাদা সোনার উপর তৈরী ঝুমঝুমির মধ্যে রয়েছে নীলকান্ত মণি, রুবি ও হিরে। এগুলো এমন ভাবে বসানো হয়েছে যাতে ইউরোপের পতাকার আদল ফুটে ওঠে। প্রস্তুতকারক সংস্থার দাবি, ১৮০০ শতাব্দীতে এ ধরনের বহুমূল্য ধাতুতে বানানো খেলনাই রাজপরিবারের শিশুদের উপহার দেওয়া হতো। ছোট্ট রাজকন্যেকে সেই ঐতিহ্যের আভাস দিতেই এই উপহার। তবে, নিলামকারী সংস্থাগুলির কাছে এই ঝুমঝুমির গুরুত্ব অনেক বেশি। এমনিতেই ব্রিটেনের রাজপরিবার নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। সেক্ষেত্রে খুদে রাজকন্যের ঝুমঝুমি নিলামে উঠলে তার ক্রেতার অভাব হবে না। আর পাল্লা দিয়ে উঠবে দাম। আগ্রহের সঙ্গে পাল্লা দিয়ে দাম হয়তো ৪৫ হাজার ডলারও ছাড়িয়ে যেতে পারে। জুয়েলারি ও রত্ন ব্যবসার ক্ষেত্রে মার্কিন প্রতিষ্ঠান ন্যাচারাল স্যাফায়ারের সুনাম বহুদিনের। ২০১০ সালে বাগদানের সময় কেটের হাতে মা ডায়ানার নীলকান্ত মণি বসানো আংটি পরিয়ে দিয়েছিলেন উইলিয়াম। সে ছবি প্রকাশ্যে আসার পর এই প্রতিষ্ঠানের নীলকান্ত মণি বসানো আংটির বিক্রি হু হু করে বেড়ে যায়। ‘ন্যাচারাল স্যাফায়ার’ নিজেরাই জানিয়েছে, সে বার তাদের ব্যবসা ৩০০ শতাংশ বেড়ে গিয়েছিল। তাই এক রকম কৃতজ্ঞতা প্রকাশের চিহ্ন হিসেবেই খুদে শার্লটের জন্য এই অনবদ্য উপহার বানিয়েছে তারা।আ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com