1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
সুনামগঞ্জ সদর আসন নিয়ে যত আলোচনা - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির সভায় শংকর রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব শংকর রায়ের মৃত্যুতে এমএ মান্নান এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবি/ ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু জগন্নাথপুরের সাংবাদিকতার ইতিহাস শংকর রায় নিরানব্বই জন হত্যাকারীর অপরাধ ক্ষমা, তওবার শিক্ষা দিলেন নবী (সা.) বরণ্য সাংবাদিক শংকর রায়ের মৃত্যু জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম পরিবারের শোক প্রকাশ জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় আর নেই সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু নলুয়া হাওরে বাম্পার ফলনে কৃষকের চোখে-মুখে হাসির ঝিলিক ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

সুনামগঞ্জ সদর আসন নিয়ে যত আলোচনা

  • Update Time : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮
  • ৩৫৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
সুনামগঞ্জ-৪ (সদর উত্তর- বিশ্বম্ভরপুর) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের প্রার্থী কে হচ্ছেন? এই নিয়েই সুনামগঞ্জ শহর ও আশপাশের ভোটারদের যত আলোচনা। এই আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন মনোনয়ন ফরম কিনেছেন। ব্যারিস্টার ইমনের সহোদর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনও মনোনয়ন কিনেছেন এবং পূরণ করে শনিবার সকালে ধানমন্ডীর কেন্দ্রীয় কার্যালয়ে জমাও দিয়েছেন। এই আসনের বর্তমান সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ জানিয়েছেন জোট হলেও আছেন, না হলেও লাঙ্গল নিয়ে লড়বেন।
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসনকে মর্যাদাপূর্ণ বিবেচনা করে জেলা আওয়ামী লীগের স্থানীয় নেতারা এক বছর আগে থেকেই এই আসন জাপাকে ছাড়া যাবে না বলে দাবি জানিয়ে আসছেন। এই দাবিতে গত ৯ সেপ্টেম্বর ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জের বালুর মাঠে সমাবেশ শেষে গণ-মিছিলও করেছেন। এই গণমিছিলের এক সপ্তাহ পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ গত ১৬ সেপ্টেম্বর একই স্থানে সমাবেশে ঘোষণা দিয়েছেন এই আসন জাপার। অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্কে জাপার প্রার্থীও ঘোষণা করেন তিনি।
সুনামগঞ্জ সদরের এই আসনে ১৯৭০’এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেওয়ান ওবায়দুর রাজা চৌধুরী, ১৯৭৩’এ একই দলের আব্দুজ জহুর, ১৯৭৯’এর নির্বাচনে বিএনপি’র মেজর অব. ইকবাল হোসেন চৌধুরী, ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মেজর অব. ইকবাল হোসেন চৌধুরী, ১৯৯১ সালে আবার আওয়ামী লীগের প্রার্থী আব্দুজ জহুর, ২০০১’এ বিএনপির প্রার্থী ফজলুল হক আসপিয়া এবং ২০০৮ সালে প্রয়াত মেজর অব, ইকবাল হোসেন চৌধুরী’র সহধর্মিনী জাতীয় পার্টির বেগম মমতাজ ইকবাল নির্বাচিত হন। ৬ মাসের মাথায় তিনি (মমতাজ ইকবাল) ইন্তেকাল করায় উপ-নির্বাচন হয়। ওই নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান। ২০১৪ সনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। কিন্তু জাতীয়ভাবে জাপা-আওয়ামী লীগের জোটবদ্ধ নির্বাচন হওয়ায় আসনটি জাপাকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
আসনটিতে বিএনপি, জাপা ও আওয়ামী লীগ তিন দলের প্রার্থীরাই বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছেন। এজন্য এই আসনকে কোন দলেরই ঘাটি বলা যাবে না বলে জানালেন সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নাদীর শাহ্। নাদীর শাহ্’র মতে এই আসনে কেবল দল নয়, ব্যক্তি ইমেজও জয়ের ক্ষেত্রে কাজে লাগবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের প্রার্থীদের মধ্যে তিনজন এই আসন নিজের বলে দাবি করেন।
এরা হলেন- বর্তমান সংসদ সদস্য জেলা জাপা’র আহ্বায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।
ব্যারিস্টার ইমন বললেন,‘গত জাতীয় নির্বাচনে এই আসনে দলের মনোনয়ন আমাকে দেওয়া হয়েছিল। জোট এবং দলের স্বার্থে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন জমা দেবার পর আমি প্রত্যাহার করেছি। এবারও আমি মনোনয়ন ফরম কিনেছি, আশা করি আমিই দলীয় মনোনয়ন পাব। আমার বিশ্বাস সদরের এই আসনটি আমাদের নেত্রী এবার শরিকদের দেবেন না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন,‘দুই আসনের মনোনয়ন ফরম কিনেছি। সুনামগঞ্জ-৪ আমার নিজের আসন, এই আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছিলাম। প্রথম পছন্দ আমার এই আসন। এখানে দলের স্বার্থে বা জোটের প্রয়োজনে যদি না দেওয়া হয়, তাহলে পরবর্তী পছন্দ আমার সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসন, এজন্য দুই আসন থেকে মনোনয়ন ফরম কিনেছি।’
অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ বলেন,‘এই আসনে জাপার বিশাল ভোট ব্যাংক রয়েছে। আমি সংসদ সদস্য হবার পর গ্রামে গ্রামে সংগঠন ঘুচিয়েছি। মানুষের ভালবাসা আছে আমার প্রতি। একক বা জোটগতভাবে নির্বাচন হলে আমার লাঙ্গলের জয় হবে ইনশাল্লাহ্।’
এই আসনে প্রয়াত মেজর অব. ইকবাল হোসেন চৌধুরী ও বেগম মমতাজ ইকবালের ছেলে ইনান ইসমাম হোসেন চৌধুরীও স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন।
শনিবার বিকালে এ প্রতিবেদককে ইনান চৌধুরী বলেন,‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ৩০০০ ভোটারের সমর্থন তৈরি করেছি। স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। চূড়ান্ত কথা এখনই বলছি না।’

সৌজন্যে  দৈনিক সুনামগঞ্জ খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com