1. forarup@gmail.com : jagannthpur25 :
  2. jpur24@gmail.com : Jagannathpur 24 : Jagannathpur 24
করোনা ভাইরাস রাজাকার- মোহাম্মদ আব্দুল কাদির - জগন্নাথপুর টুয়েন্টিফোর
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

করোনা ভাইরাস রাজাকার- মোহাম্মদ আব্দুল কাদির

  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৭৩৮ Time View

বিশ্ব আজ এমন এক সংকট মূহুর্তে অবতীর্ণহয়েছে,যা থেকে উত্তরণের জন্য পৃথিবীর প্রায় সকল চিকিৎসা বৈজ্ঞানিকেরা দিন রাত মাথা খাটিয়ে যাচ্ছেন যার যার অবস্থান থেকে ।এখন পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হচ্ছে না । এই সংকট মূহুর্তে আমাদের সবারই কম বেশি দায়িত্ব আছে এবং এই দায়িত্ববোধে, আমরা আমাদের নিজেদের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত আছি ।এখন যদি আমি আর্মি হিসেবে পেশাকে বেঁচে নিতাম এবং কোন যুদ্ধ সংঘটিত হলে আমি কি বাসার ভিতরে লুকিয়ে থাকতে পারতাম।আমার মনে হয় সামরিক বাহিনীতে যারা নিয়োজিত কিংবা জাতীয় দায়িত্বে থাকা কেউই বাসায় লুকিয়ে থাকা সম্ভব নয় । কারণ এই পেশা বেছে নেওয়ার আগে আপনাকে আপনার দেশের জন্য কোন একদিন হয়তো যুদ্ধেযেতে হবে জেনেই আপনি সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন । ঠিক তেমনি আপনি একজন ডাক্তার কিংবা নার্স অথবা চিকিৎসা পেশায় নিয়োজিত আপনার দায়িত্ব কিংবা জব রোল কি তা আমি বলতে চাই না,কিন্তু পৃথিবীর এই সংকট মূহুর্তে আপনার কি কোন দায়িত্ব নেই! আপনাকে ডাক্তার বানাতে কি জনগণের টাকা খরচ হয়নি! আপনি একজন ডাক্তার আপনি তো জানতেন ডাক্তার হওয়ার পর আপনি একজন কলেরা রোগীকে ও চিকিত্সা সেবা প্রদান করবেন। একজন সামরিক পেশায় নিয়োজিত ব্যক্তি আর একজন ডাক্তারের কিংবা অন্য কোনো পেশার মানুষের মধ্যে তফাত কি। আমরা তো সবাই যার যার দায়িত্ব পালন করব এটাই স্বাভাবিক। বিভিন্ন যুদ্ধেরসময় দেখছি সাংবাদিক পেশায় যারা নিয়োজিত যুদ্ধ সংঘটন কালে মৃত্যুর ভয় না করে সংবাদ ঠিকই সংগ্রহ করেন ।বর্তমান ক্রান্তিকালে বরাবরের মতোই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আমাদের সেনাবাহিনী ,বিজিভি,পুলিশ বাহিনী সহ প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ মৃত্যুর ভয় না করে জনগণের পাশে থেকে সেবা প্রদান করে যাচ্ছেন। তার পাশা পাশি যখন দেখি দেশের প্রায় ক্লিনিক কিংবা কোন কোন হাসপাতাল মৃত্যুর ভয়ে চিকিত্সা সেবা কেন্দ্র গুলো বন্ধ করে দিয়েছেন,আপনাদের প্রতি কিছুই বলার নেই। কারণ আপনারা মনে করেন সমাজের কাছে আপনাদের কোন দায়বদ্ধতা নেই বরং আপনাদের ভাষায় কিংবা আপনাদের চালচলনে বুঝতে পারা যায় যে সমাজই আপনাদের কাছে দায়বদ্ধ । বিশ্ব এই ক্রাইসিস মুহুর্ত হয়তো খুব শীঘ্রই পরিত্রাণ পাবে কিন্তু মানুষ মনে রাখবে যারা জাতির দুর্দিনে বিশেষ করে যে সকল চিকিত্সা সেবাদানকারী প্রতিষটান কিংবা চিকিৎসক মুমূর্ষু রোগীর পাশে দাঁড়ায় নি তারা নিশ্চয়ই একদিন ইতিহাসের পাতায় করোনা ভাইরাস রাজাকার হিসেবে নাম লিখা হবে । এখনও সময় আছে দায়িত্ব কে অবহেলা না করে আমরা যে যার অবস্থানে থেকে দুঃস্থ মানুষের পাশে দাঁড়াই এবং দেশ ও সমাজকে রক্ষা করি।
আল্লাহ যেন সমস্ত মানব জাতিকে রক্ষা করুন ।
(লেখক -এম এ কাদির রাজনীতিবীদ,সমাজসেবক ও শিক্ষানুরাগী ও ভাইস চেয়ারম্যান ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাাস্ট)

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃপক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩
Design & Developed By ThemesBazar.Com